May 18, 2022, 10:37 pm
চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উদ্যানের নিরাপত্তা কর্মীরা ওই যুবককে আটক করে চুনারুঘাট থানায় হস্থান্তর করেন। আটক যুবকের নাম দেওয়ান মিয়া। ২৪ বছরের ওই যুবক উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা। সে পেশায় সিএনজি চালক। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণের শিকার কিশোরী ও আটক যুবকের বরাত দিয়ে ওসি জানান, ৩ দিন আগে দেওয়ান মিয়ার সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচায় হয় ওই কিশোরীর। দুপুরে দেওয়ান মিয়া তাকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যোগে ঘুরতে যান। এক পর্যায়ে দেওয়ান মিয়া ওই কিশোরীকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে বনের নিরাপত্তা কর্মীরা দেওয়ান মিয়াকে আটক করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্থান্তর করা হয়। ওসি আরও জানান- বর্তমানে আটক যুবক ও কিশোরী থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন। রোববার কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply