May 18, 2022, 7:55 pm
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে সৈয়দা ধনবিবি ওয়াকফ স্টেটের ভুমি দখলের পাঁয়তারা করছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয় শায়েস্তাগঞ্জস্থ চর নূর আহমদ মৌজার বিভিন্ন দাগে ৩ একর ২৯ শতক ভুমির মালিক সৈয়দা ধনবিবি ওয়াকফ স্টেট-এর জায়গা আদালতের আদেশ উপেক্ষিত করে ওই ভুমির উপর রোপিত কয়েক লক্ষ টাকার গাছ কর্তন ও ওয়াকফ স্টেটের সাইনবোর্ড উপড়ে ফেলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার মোঃ শফিউল্লাহ। আদাতের আদেশ থাকার পর কেন তারা এমন কর্মকান্ড করেছে এ সম্পর্কে আদালতে আরেকটি মামলা করেন ওয়াকফ স্টেট কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ আদালত হবিগঞ্জ বিবাদী পক্ষকে ২০/০৩/২০২২ ইং আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।
Leave a Reply