May 18, 2022, 10:37 pm
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৭তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত সভায় পল্লী বিদ্যুৎ পরিচালনা কমিটি গঠন ও নির্বাচিত ও মনোনীত পরি চালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আব্দুল আওয়াল তালুকদার, সহ-সভাপতি শাহ মোস্তাকিন আলী, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম সোহেল ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম লস্কর নির্বাচিত হন। ভার্চুয়ালি অনুষ্ঠিত উক্ত সভায় বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকের নিকট দায়িত্ব হস্তান্তর করে। সভায় উপস্থিত ছিলেন- সাবেক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক আনোয়ার হোসেন আখন্দ, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন, নির্বাহি পরিচালক বিবেক চন্দ্র দেব, সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, এজিএম (সদস্য সেবা) সামিউল আশরাফসহ পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply