May 19, 2022, 12:42 am
স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাটে শ্লীলতাহানীর মামলা করায় আসামি পক্ষের লোকজনের হুমকি ধামকির ভয়ে সপ্তাহখানেক ধরে বাড়ি ছাড়া জয়নাল আবেদীন নামে এক নিরীহ ব্যক্তি। এমতাবস্থায় মানবেতর জীবন যাপন করছেন তিনি। তাই এ বিষয়ে নিজের ও পরিবারের লোকজনের নিরাপত্তার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই ভোক্তভোগী। শনিবার রাত ৮ টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, গত ৬ ফেব্রুয়ারী মাদরাসা থেকে ফেরার পথে তার মেয়েকে শ্লীলতাহানি করে ধর্ষণ চেষ্ঠা চালায় একই এলাকার মান্না ও নাজিম নামে দুই বখাটে। এতে তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারী মান্না ও নাজিমকে আসামি করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভোক্তভোগীর পিতা জয়নাল আবেদীন। আর এতে এতে ক্ষিপ্ত হয়ে আসামী মান্নার পিতা সেলিম মিয়াসহ তাদের লোকজন বাদির বাড়ি-ঘরে হামলা ভাংচুর করে এবং প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি আদালতে নিরাপত্তা ছেয়ে ফের ৭ ধারা একটি মামলা করেন। এরপর থেকে হুমকি ধামকির আরো বাড়াতে থাকে সেলিমসহ তার সহযোগীরা। এমনকি শ্লীলতাহানীর মামলাকে ভিন্ন খাতে নিতে এবং জয়নাল আবেদীনকে হয়রানি করতে নিজের স্ত্রিকে দিয়ে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে সেলিম মিয়া। এমতাবস্থায় প্রাণ ভয়ে গত ১ সপ্তাহ যাবত বাড়িতে যেতে পারছেন না তিনি। জয়নাল আবেদীন আরো জানান, সেলিম মিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে কখনো ডিবি, কখনো র্যাব পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এ বিষয়ে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার কামনা করেন তিনি। জয়নাল আবেদীন চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের বাসিন্দা।
Leave a Reply