May 20, 2022, 7:15 am
স্টাফ রিপোর্টার ঃ মাধবপুরে মৃত্যুর ৪ মাসপর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ২০২১ সালের ১৫ অক্টোবর উপজেলার মেহেরপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে সুলতানার মৃত্যু হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এ ঘটনার বেশ কিছুদিন পর ২০২২ সালের ২৫ জানুয়ারী শহীদ মিয়া হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আ (কগ-৬) আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নং (৩৫)। সোমবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সামনে লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আদালতের নির্দেশে আজ কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Leave a Reply