May 19, 2022, 7:52 am
স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জের মাধবপুর শিল্প এলাকায় ইউপি চেয়ারম্যান মাসুদ খানের বিরুদ্ধে শিল্প প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালিয়ে শ্রমিকদের মারপিট করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক শিল্প প্রতিষ্ঠানের মালিক। অভিযোগে বলা হয়েছে ইউপি চেয়ারম্যান মাসুদ চাঁদা না পেয়ে তার লোকজন দিয়ে বন্ধ করে দিয়েছেন কাঁচামাল প্রবেশ ও উৎপাদিত পণ্যবাহী পরিবহনের যাতায়াত। দেয়া হচ্ছে হুমকি-ধমকি। এ ব্যাপারে ওই শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদুল ইসলাম প্রতিকার চেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, সিলেটের বিভাগীয় কমিশনার, হবিগঞ্জের জেলা প্রশাসক, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দেশের ক্রমবর্ধমান শিল্পায়নের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে বিএইচএল গ্রুপ প্রায় ৩ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছে বিএইচএল সিরামিক কোং লিমিটেড ও বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিক কোং লিঃ। এ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ও চায়না যৌথ মালিকানাধীন। এতে ১ হাজার ২শ’ জন শ্রমিক কাজ করছেন। দেশের উন্নয়নে সরকারি রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। কিন্তু জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ খান নির্বাচিত হয়ে নির্বাচনে ব্যয়কৃত টাকা তাদের কোম্পানিতে চাঁদা দাবি করেন। কাঁচামালের স্যাম্পল পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কোম্পানির সকল কাঁচামাল সরবরাহের জন্য তাকে কার্যাদেশ প্রদানের জন্যও চাপ প্রয়োগ করেন। অন্যথায় কোম্পানির উৎপাদন বন্ধ করে দিবেন বলে হুমকি প্রদান করেন। এমনকি ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা থেকে এ কোম্পানিকে বঞ্চিত রাখবেন বলে হুমকি দেন। দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় কোম্পানির উৎপাদন বন্ধের জন্য গত ৬ই মার্চ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৫/২০ জন লোক নিয়ে কোম্পানিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। তাদেরকে প্রবেশ করতে বাঁধা দিলে নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যদের মারধর করেন। কোম্পানির কাঁচামাল নিয়ে আসা গাড়ির চালক ও হেলপারদেরও মারধর করেন তারা। এমনকি কোম্পানিতে যেন কোনো গাড়ি প্রবেশ ও বের হতে না পারে তা নজরে রাখার জন্য গেটের পাশে একজনকে বসিয়ে রাখেন। এ অবস্থায় কোম্পানির ধারাবাহিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানান। দেশীয় শিল্প বিকাশে সহায়তা করা এবং বিদেশি বিনিয়োগকারীদের নিকট দেশের ভাবমূর্তি রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে জানতে জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
Leave a Reply