স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার সন্ধা ৬ টার দিকে ডিবি পুলিশের ওসি আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার ফতেহপুর গ্রামের আলহাজ্ব কদর আলীর পুত্র খাইরুল ইসলাম (৫৫) ও শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাকির হোসেন (৩৩)। হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) আল আমিন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত পাসপোর্ট অফিসে দালালি করে আসছিল। তারা গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষদের সাথে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করতো। তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply