স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহমুদুল হাসান নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন সাখাওয়াত হোসেন নামে আরেকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে চৌধুরী পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী মাহমুদ ও ২৭ বছরের সাখাওয়াত হবিগঞ্জ ক্যাম্পের সদস্য। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, মাহমুদ ও সাখাওয়াত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে বাইকে ঢাকার দিকে যাচ্ছিলেন। চৌধুরী পেট্রল পাম্পের কাছে পৌঁছালে একটি পিকআপের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে হেলিকপ্টার করে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply