স্টাফ রিপোর্টার : মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের জনৈক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে আত্মীয় বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দুই বছর পূর্বে ওই কিশোরীর ভাইয়ের মাধ্যমে পরিচয় হয় নাসিরনগর থানার গুচ্চা গ্রামের জুয়েলের। তারপর থেকে মোবাইল ফোনের কথাবার্তা মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। এক মাস পূর্বে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যায় জুয়েল। পরে তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। গত এক সাপ্তাহ আগে সে ওই কিশোরীকে তার আত্মীয় বাড়িতে রেখে জুয়েল পালিয়ে যায়। পরে বাড়িতে ফোনে যোগাযোগ করে বিষয়টি জানালে সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে কিশোরীর পিতা বাদি হয়ে এক মাস পূর্বেই মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার দুপুর তিনটায় ডাক্তারি পরিক্ষার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply