May 19, 2022, 11:17 pm
চুনারুঘাট প্রতিনিধি ; চুনারুঘাটে এক যুবতী ৭দিন ধরে নিখোঁজ রয়েছেন। সে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের জাহির মিয়ার কন্যা মোছাঃ পিংকি আক্তার (১৯)। গত ১৬ এপ্রিল প্রাণ কোম্পানিতে নাইট ডিউটির পর কোম্পানি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি পিংকি। সম্ভাব্য সকল আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে চুনারুঘাট থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। পিংকি আক্তারের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, নিখোঁজ হওয়ার সময় পড়নে ছিল ওলিপুর প্রাণ কোম্পানির পোশাক। যদি কেউ তার সন্ধান পান, তাহলে ০১৭৪৮৫৩৫৮৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের লোকজন। এছাড়াও তার নিখোজের ঘটনায় উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে ওই যুবতীর পরিবার।
Leave a Reply