May 19, 2022, 5:37 pm
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ মে থেকে ৩ মে সাপ্তাহিক হবিগজ্ঞের খবর পত্রিকার সকল বিভাগ বন্ধ থাকবে। ঈদ ৩ মে মঙ্গলবার উদযাপিত হলে ৪মে বুধবার হবিগজ্ঞের খবর পত্রিকার সকল বিভাগ বন্ধ থাকবে। ৫ মে অফিস খোলা থাকবে।
ঈদের আনন্দ ও পুরস্কার : আজ সন্ধ্যায় পশ্চিমাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদুল ফিতর। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে রোজা ত্রিশটি পূর্ণ হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। মুসলমানের জন্য ঈদের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ একটি ইবাদত। আনন্দ ও ফুর্তির মাধ্যমেও যে ইবাদত-বন্দেগি পালন করা যায়, ঈদ তার অন্যতম উদাহরণ। শরিয়তসম্মতভাবে আনন্দ প্রকাশের বিষয়ে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘বলো, এটা আল্লাহর অনুগ্রহ ও রহমত, সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয়। এটি যা তারা জমা করে তা থেকে উত্তম।’ -সুরা ইউনুস : ৫৮ ইসলামে ঈদের প্রবর্তন হয়েছে দ্বিতীয় হিজরির মাঝামাঝি সময়ে। সুনানে আবু দাউদ ও নাসায়ি শরিফের হাদিসে এসেছে, ‘হজরত আনাস (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন, তখন তিনি দেখলেন সেখানকার মানুষ বছরে দু’টি নির্দিষ্ট দিনে খেলাধুলা ও আনন্দ উপভোগ করে। তিনি তাদের জিজ্ঞাসা করেন, এ দু’টি দিন কেমন? তারা বলেন, আমরা ইসলাম আগমনের পূর্বে এ দু’টি দিনে খেলাধুলা, তামাশা ও আনন্দ উপভোগ করতাম। তখন হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ এ দু’টি দিনের পরিবর্তে দু’টি উৎকৃষ্ট দিন নির্ধারিত করে দিয়েছেন। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা।’
Leave a Reply