February 27, 2021, 12:15 pm
স্টাফ রিপোর্টার ঃ যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। একই সাথে জেলার সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে হবিগঞ্জের দূর্জয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (বিপিএম)। সকাল ৮ টায় জেলা প্রশাসনের নিমতলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল পদ্ধডুতে আলোচনা সভা এবং মসজিদে দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ নানা কর্মসূচি প্রহণ করেছে জেলা প্রশাসন। এদিকে, গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি। বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আবুল ফজল, এডভোকেট মনোয়ার আলী, ডাঃ অসিত রঞ্জন দাশ, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, আতাউর রহমান সেলিম, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, আবুল কালাম আজাদ, এডভোকেট আফিল উদ্দিন, এডভোকেট আতাউর রহমান, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, ফরহাদ হোসেন কলি, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, শঙ্খ শুভ্র রায়, মোস্তফা কামাল আজাদ রাসেল, নাজমুল হোসেন, অ্যাডভোকেট সুবীর রায়, হুমায়ুন কবীর রেজা, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, মিজানুর রহমান শামীম, হাবিব খান, স্বপন লাল বণিক, এডভোকেট সজল খান, জিতু মিয়া চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান চৌধুরী, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের এই গৌরবের ইতিহাস জানতে হবে। ৭০ এর নির্বাচনে জনগনের ভোটে বিজয়ী আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় বসতে না দেয়ায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের মাধ্যমেই শুরু হয়েছিল দেশের স্বাধীনতার সংগ্রাম। ৭১ এর পরাজিত শত্রুরা আওয়ামী লীগের ভিতরে থাকা খন্দকার মোশতাককে ব্যবহার করে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছিল। এখনও আওয়ামী লীগের ভিতর খন্দকার মোশতাকের প্রেতাত্মারা অনুপ্রবেশ করেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু শেখ হাসিনাকে হারাতে চাই না। দেশে সব সময় ধর্মের নামে ধোঁকাবাজীর রাজনীতি করেছে জামায়াতসহ তাদের দোসররা। জনগন এদেরকে বার বার প্রত্যাখান করেছে।
Leave a Reply