February 27, 2021, 11:53 am
স্টাফ রিপোর্টার : বাহুবলের ফদ্রখলা গ্রামের মাদ্রাসায়ে আনোয়ারে মদিনা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান কবিরের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্পর্শকাতর মামলা হলেও বাহুবল থানা পুলিশ রহস্যজনক কারণে এখনো মামলার প্রধান আসামি মাওলানা নোমান কবীরকে গ্রেফতার করতে পারেনি। অথচ আসামি নোমান কবীর প্রকাশ্যে দিবালোকে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ানোর পাশাপাশি মামলার বাদী নির্যাতনের স্বীকার ছাত্রের বাবা মোতাব্বির মিয়াকে মামলা তুলে নেয়ার জন্য নিয়মিত হুমকি দিয়ে আসছেন। জানা যায়, বাহুবলের ফর্দখলা গ্রামের মাদ্রাসায়ে আনোয়ারে মদিনা মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান কবির তার হাত-পা, মাথা ম্যাসেজ করে দেয়ার নামে মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে তার খাস কামড়ায় ডেকে নিয়ে প্রায় প্রতিদিন ই কোনো না কোনো ছাত্রকে বলাৎকার করতেন। ধর্ষক নোমান কবিরের হুমকি ও লোকলজ্জার ভয়ে ছাত্ররা এতদিন মুখ বুঝে সহ্য করে আসলেও গত অক্টোবর মাসে রামশ্রী গ্রামের এক আবাসিক ছাত্রকে বলাৎকারের ঘটনাটি ফাঁস হয়ে যায়। বলাৎকারের স্বীকার ছাত্রটি বাড়ি গিয়ে তার বাবাকে ঘটনাটি জানালে তার বাবা মোতাব্বির মিয়া গত ২৭ অক্টোবর বাহুবল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান কবীরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই বাহুবল থানা পুলিশ আসামি গ্রেফতারে মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে দেখা যায়। কিন্তু বর্তমানে আসামি মাওলানা নোমান কবীর প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার একমাস অতিবাহিত হওয়ার পরও আসামি মাওলানা নোমান কবীর গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আসামি মাওলানা নোমান কবীরের চাচাতো ভাই মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মিছবাহর নেতৃত্বে ফদ্রখলা গ্রামের বখাটে সাইফুর,রুবেল ও গরুর ডাক্তার আব্দুল আওয়াল বাদী মোতাব্বির মিয়াকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন। এদিকে নির্যাতনের স্বীকার ছাত্রের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার একমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল সার্টিফিকেট দেয়নি ফলে মামলার চার্জশিট দাখিল করতে বিলম্ব হচ্ছে। ফদ্রখলা গ্রামের মুরুব্বি আব্দুস সোবহান ও লাকড়ি পাড়া গ্রামের শওকত আলী মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply