February 27, 2021, 1:11 pm
নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জে ৩টি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র্যাব ও পরিবেশ অধিদপ্তরের পরিচালিত যৌথ অভিযানে তাদের এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল কোম্পানি) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। ইটভাটা গুলো হলো- নিউ হিরো ব্রিকস, হাফিজ ব্রিকস ফিল্ড, ফারুক আহমেদ। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ (৩) ধারা অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের কারণে তাৎক্ষণিকভাবে নবীগঞ্জের নিউ হিরো ব্রিকসের পরিচালক ফারুক আহমেদকে ২ লাখ টাকা, হাফিজ ব্রিকস ফিল্ড এর পরিচালক হেলাল আহমেদকে ১ লাখ টাকা ও ফারুক আহমেদ নামের এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply